নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৮জুলাইঃ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আজ বৃহস্পতিবার কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।
তবে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী কাল ও পরশু হ্রাস পেতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কাল ও পরশু বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।