নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৬জুলাইঃ করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
(৫ জুলাই) সোমবার রাতের আঁধারে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ’র তত্বাবধানে লক্ষ্মীপুর শহরের চকবাজার, উত্তর তেমুহনী, দক্ষিন তেমুহনীসহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ বলেন, করোনার এই মহামারী থেকে মানুষকে বাচাঁনোর জন্য সরকার ঘোষিত এই লকডাউন কঠোরভাবে মানতে হবে। আবার এর ফলে যাতে কেউ অনাহারে না থাকে সেই ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। লক্ষ্মীপুরে আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রতিদিনই আমরা গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।