নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৩জুলাইঃ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১’ অর্জন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী। জেলার শ্রেষ্ঠ হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেছেন।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, ক্রেস্ট ও পুরস্কারের অর্থের চেক তুলে দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
ইউএনও সাবরীন চৌধুরী জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, নিষ্ঠা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে। দেওয়া হয়েছে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ।
তিনি বলেন, যেকোন প্রাপ্তি এবং কাজের স্বীকৃতি নিঃসন্দেহে কর্মস্পৃহাকে অনেকগুন বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি ভবিষ্যতে আমাকে আরও বেশি দায়িত্বশীল এবং অনুপ্রাণিত করবে।