জাকির হোসেন মোস্তান, রামগঞ্জ কন্ঠ,১জুলাইঃ মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এবারের কঠোর লকডাউনে পুলিশ, র্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। রামগঞ্জের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে তারা। বিনা প্রয়োজনে কেউ বের হলে তাকে আটক করা হচ্ছে।
নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য প্রতিষ্ঠানগলো বন্ধ রয়েছে। বিধি নিষেধ অমান্য না করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন যৌথভাবে রামগঞ্জ ও সোনাপুর বাজার, পদ্মা বাজার, পানপাড়া বাজার, পানিয়ালাসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। অন্যদিকে লক্ষ্মীপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।