নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১জুলাইঃ লক্ষ্মীপুরে করোনা মোকাবেলায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লকডাউন না মানায় ২৫ জনকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০জুন) বিকেলে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্তর এলাকায় যাত্রীবাহি যানবান চালাচল ও দোকানপাট খোলা রাখার দায়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শহিদুল ইসলাম।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন জানান, নির্দেশনা অম্যান্য করে দোকানপাট খোলা রাখা, অপ্রয়োজনে বাহিরে চলাচল করা ও স্বাস্থ্যবিধি অম্যান্য করার দায়ে ২৫ জনকে ২৬ হাজার ৫শ টাকা জরিমনা কারা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় আগামী কাল বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। এতে নির্দেশনা অমান্য করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।