নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,২৫ জুনঃ মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।
২৪ শে জুন বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০৪ নং ইছাপুর ইউনিয়নের কাউনিয়া বাজার সংলগ্ন স্বপ্নের ঠিকানায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, রামগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তা মাহবুবুর রহমান, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমির হোসেন খান,পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান,ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহানাজ বেগব, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ সহ প্রমুখ।