নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,২৩জুনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে র্যালী, আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২৩ শে জুন) বিকাল ০৫ টায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ খান টাওয়ার দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মহিউদ্দিন মাঈনু,রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,।মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি,রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন খান, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব,লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান,
নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হোসেন রানা, ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল হক টিপুসহ প্রমুখ।উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,যুবলীগ নেতা মোঃ সবুজ ভূইয়া, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঁটিয়া, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অপু, আশরাফ রাজু,ফজলে রাব্বি জয়, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরিদ খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহমেদ সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌর সভার সকল কাউন্সিলর বৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীক, কৃষক লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।