নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১৬জুনঃ ২০১১ বিশ্বকাপে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ।
ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল এককভাবে।
এরপর এশিয়া কাপের আয়োজকও হয়েছিল বাংলাদেশ।
আবারও আয়োজক হতে চায় বাংলাদেশ।
এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বিসিবি।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এই আগ্রহের কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানান, ‘আইসিসির চাহিদা পূরণ করতে না পারায় বিশ্বকাপ আয়োজন করতে পারবে না বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে হলে অন্তত ১০টি ভেন্যু থাকতে হয়।
আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু। আইসিসির চাহিদা পূরণ করার সামর্থ্য না থাকায় এককভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের।’