রামগঞ্জ কন্ঠ ডেক্স,১৫জুনঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। যেখানে ফোকাস করা হবে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডার সাহসী নেতৃত্বকে।
বিশেষ করে হামলার পর তিনি পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার মূল বিষয়বস্তু।
গত সপ্তাহে হলিউড রিপোর্টার এ তথ্য জানিয়েছেন।
যদিও আর্ডারনের কার্যালয় জানিয়েছে, এই সিনেমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
হলিউড রিপোর্টারের ঘোষণার পর থেকেই মুসলিম সম্প্রদায়ের মাঝে বিষয়টি নিয়ে অসন্তুষ্টি বিরাজ করছে।
এবার ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
তিনি আজ সোমবার (১৪ জুন) বলেছেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা সম্পর্কিত কোনো সিনেমা নির্মিত হলে সেটার ফোকাস যেন মুসলিম সম্প্রদায়কে ঘিরে হয়।