মেহেদী জামান,রামগঞ্জ কন্ঠ,১৩জুনঃ ময়মনসিংহের ত্রিশালে “ফ্রি ফায়ার” খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি করে প্রতিপক্ষের হামলায় রিফাত (১০) নামে এক শিশুকে রাতের আধারে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ জুন) রাতে উপজেলার কাঠাল ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুন) নিহত শিশু রিফাতের সাথে একই গ্রামের তাইমনের সাথে ফ্রি ফায়ার খেলার আইডি নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরে সন্ধ্যার পর থেকে শিশু রিফাত নিখোজ হলে ১৩ জুন (রবিবার) সকালে পার্শ্ববর্তী কাঠাল ইউনিয়ন হতে হাতপা বাধা অবস্থায় একটি পতিত জমি থেকে ত্রিশাল থানা পুলিশ রিফাতের লাশ উদ্ধার করে।
নিহতের মা ফাতেমা জানায়, ফ্রি ফায়ার খেলার আইডি নিয়ে তাইমন ও তাইমনের সহযোগীরা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দিন জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”
প্রসঙ্গত, গেরিনা ফ্রি ফায়ার (ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামেও পরিচিত) একটি ব্যাটল রয়্যাল যা অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের মোবাইলে খেলা যায়। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে ওঠে। নভেম্বর ২০১৯ পর্যন্ত, ফ্রি ফায়ার বিশ্বজুড়ে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে।