মোঃ রহমত উল্লাহ পাটোয়ারী,রামগঞ্জ কন্ঠ,১২জুনঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশ দেওয়ার ৬মাস অতিবাহিত হওয়ার পরও রামগঞ্জ শহরের চৌরাস্তা পুলিশ বক্সের সামনে থেকে বিআরটিসি ও আরাফা বাসের কাউন্টার সরিয়ে না নেওয়ায়, মানুষ চলাচলে জনগুরুত্বপূর্ন স্থানটিতে নিত্য যানজট লেগে থাকে৷ ফলে মানুষ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে৷ প্রায় ঘটছে দূর্ঘটনা৷
জানা যায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ যোগদানের পর ২০ জানুয়ারী রামগঞ্জ উপজেলা পরিষদ মিলায়তনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় রামগঞ্জ চৌরাস্তা পুলিশ বক্সের সামনে বিআরটিসি ও আরাফা বাস কাউন্টার থাকার ফলে রাস্তা জুড়ে বাসগুলি থাকে ফলে নিত্য যানজট লেগে থাকে৷ ফলে মানুষ চলাচলে দূর্ঘটনাসহ দূর্ভোগ পোহাতে হচ্ছে৷ এ বিষয় সমাধানের জোর দাবী জানান৷ জেলা প্রশাসক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন৷ উক্ত নির্দেশ আজ প্রায় ৬ মাস অতিবাহিত হতে চলছে, তবুও তা বাস্তবায়ন না হওয়ায় মানুষের দূর্ভোগ রয়ে গেল৷
টিআই আশ্রাফ হোসেন জানান, কাউন্টার গুলি এখান থেকে সরিয়ে না নিলে এর সমাধান হবে না৷ তাই মালিকদেরকে কাউন্টার সরানোর জন্য নির্দেশ দেওযা হয়েছে৷ আশা করছি দ্রুত সমাধান হবে৷
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা সাথে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে বক্তব্য দেওয়া যায়নি৷
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ জানান, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো৷