নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১০জুনঃ রামগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে তোলা অবৈধ ইটভাটার দেওয়াল ধসে দুই ভাইসহ তিন শ্রমিকের করুন মৃত্যুতে বন্ধ করে দেওয়া ইটভাটা আবারও প্রশাসনের নির্দেশ অমান্য করে চালু করার দায়ে, ভোলাকোট ইউনিয়নের দেহলা মদিনা ইটভাটার মালিক আমির হোসেন ডিপজলকে ভ্রাম্যমান আদালতে ২০লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬মাসের জেল দেওয়া হয় এবং ইটভাটাটি ধ্বংস করে দেন৷ ডিপজল ২০লক্ষ টাকা জরিমানা না দিয়ে, ৬ মাসের জেল রায়কে মেনে নেন৷ আজ তাকে জেল হাজতে প্রেরন করা হয়৷
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহহাবুবুর রহমান ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে নিয়ে এ অভিযান পরিচালনা করেন৷