রামগঞ্জ কন্ঠ, ২০ এপ্রিলঃ করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণে ভারতের মহারাষ্ট্রে প্রতি তিন মিনিটেরও কম সময়ে একজনের মৃত্যু হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর করোনা সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তা বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে।
ওই পরিসংখ্যান আরও বলছে, মহারাষ্ট্রে প্রতি ঘণ্টায় করোনায় আক্রান্ত হচ্ছেন ২ হাজার ৮৫৯ জন।
অর্থাৎ প্রতি মিনিটে ৪৮ জন মহারাষ্ট্রবাসী করোনা সংক্রমিত হচ্ছেন।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্রেই সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। সোমবারের এই পরিসংখ্যান ও তার বিশ্লেষণ রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
সোমবার ৬৮ হাজার ৬৩১ জন মহারাষ্ট্রবাসী নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন, যা নতুন রেকর্ড।
এর ফলে মহারাষ্ট্রের মোট সংক্রমণ ৩৮ লাখ ৩৯ হাজার ৩৩৮ জনে পৌঁছেছে। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে মহারাষ্ট্রে।
এ সময়ে মৃত্যু হয়েছে ৫০৩ জনের।
মহারাষ্ট্রের এখন মোট মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ৪৭৩।