রামগঞ্জ কন্ঠ ডেক্স,১০জুনঃ ভারতের সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন কথা উল্লেখ করে মমতা বলেছেন, আমরা কৃষকদের আন্দোলনকে সমর্থন করি।
কৃষকদের পাশে আছি। কৃষক আন্দোলন আরো জোরদার করা প্রয়োজন।
এই ইস্যুতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আমি কথা বলব।
বুধবার পশ্চিমবঙ্গের হাওড়া শহরের সরকারি ভবন নবান্নের সভা কক্ষে কৃষকনেতা রাকেশ তিকাইতের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন মমতা।
তখন তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমি শুধু মোদিকে তাড়াতে চাই।