নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৮জুনঃ লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুল ছাত্রকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করায় বিবাদী ইউছুফের পরিবার ওই ছাত্রের অভিভাবকদের প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছে ভূক্তভোগীর পরিবার। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার রায়পুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন।
এসময় তারা জানায়, মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ইউছুপকে আটক করে । কিন্ত তার স্বজনরা স্কুল ছাত্রের পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিসহ প্রাণনাশের ভয় দেখাচ্ছে বলে জানান সেই ছাত্রের পরিবার।
অভিযুক্ত ইউছুপ উপজেলার শায়েস্তানগর এলাকার খানবাড়ির মৃত হাসান খানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকেলে ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রকে মাদ্রাসার ভিতরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। পরে ভুক্তভোগীর শোর চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে ইউছুপ কে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ করে এবং রাতে মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগীর অভিভাবকরা জানায়, এখন ইউছুপ এবং তার বোনেরা মিলে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে।আর মামলা তুলে না নিলে প্রাননাশের হুমকি প্রদান করে।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, প্রাণনাশের অভিযোগ লিখিত আকারে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।