রামগঞ্জ কন্ঠ ডেক্স,৪জুনঃ সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টাইন সমস্যার সমাধান হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) থেকে সৌদি এয়ারলাইন্সের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভুক্ত তিন শতাধিক স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবের হোটেল বুকিং করতে পারবে।
এতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সমস্যা দূরীভূত হলো।
এছাড়া, গত ২০ মে থেকে যেসব প্রবাসী হোটেল বুকিংয়ের কারণে ফ্লাইট ধরতে পারেননি তাদেরকে বিনা ফিতে পুনরায় টিকেট ইস্যু করতে সম্মত হয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকিটের তারিখ পরিবর্তন তথা রিইস্যুর জন্য রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসের পাশাপাশি ট্রাভেল এজেন্ট থেকেও করা যাবে। এছাড়াও এখন থেকে যারা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স আপ-ডাউন টিকেট কিনে দেশে আসবেন তারা টিকেট রিকনফার্ম বা তারিখ পরিবর্তনের জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরের তালিকাভুক্ত ট্রাভেল এজেন্ট থেকে করতে পারবেন। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসে আসার প্রয়োজন কমে গেল।
উল্লেখ্য, হোটেল বুকিংয়ের জন্য ট্রাভেল এজেন্টগুলো সর্বোচ্চ ২ হাজার এবং টিকিট রিইস্যুর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।