নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৩জুনঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-২ শূন্য আসনের উপনির্বাচন, ১১ পৌরসভা ও প্রথম ধাপে স্থগিত হওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামী ২১ জুন।
কুয়েতে সাজাপ্রাপ্ত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছিল।
আজ বুধবার (২ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার ২১ জুন নির্বাচনের কথা জানান।
প্রসঙ্গত, পাপুলের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে কুয়েতে মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগ ওঠে। পরে ওই মামলায় তিনি কুয়েতে গ্রেপ্তার হন। গত ২৮ জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়।