নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,২জুনঃখুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আনুষঙ্গিক খাতের ভুয়া বিল-ভাউচার তৈরি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে ১ কোটি ২ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।এই ঘটনায় খুলনার দুদক কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুদক খুলনার উপপরিচালক মো. নাজমুল হাসান বলেন, টাকা আত্মসাতের ঘটনায় তিনি বাদি হয়ে সোমবার মামলা দায়ের করেন।মামলাটি তিনি নিজেই তদন্ত করছেন।
তিনি বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার/জারিকারক এমএম নাহিদুল ইসলাম এবং মো. নাজমুল হাসানকে আটক করা হয়েছে।ওই মামলায় তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।