নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১জুনঃবরিশাল বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীর সঙ্গে পরিচয় হয় মোহাম্মদ ইব্রাহিমের। তিনি পেশায় একজন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
পরিচয় থেকে মোটরসাইকেল চালক ইব্রাহিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়।ইব্রাহিমের আগে বিয়ে হওয়ার বিষয়টি গোপন ছিল।তারপর পরিবারের সম্মতিতে প্রায় বছর খানেক আগে ছাত্রীর অন্যত্র বিয়ে হয়।সম্প্রতি ছাত্রী বাবার বাড়িতে ছেলে সন্তান নিয়ে বেড়াতেন আসেন।
ছাত্রী বলছেন, মোটরসাইকেল চালক ছেলেটি তার সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চাইছেন। এতে তার সায় নেই। এ নিয়ে বিরোধ।
একপর্যায়ে ছাত্রীর মুখে ছুরিকাঘাত করেন ছেলেটি।
রবিবার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
ওই ছাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং প্রথম বর্ষে পড়ছেন।তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে।