রামগঞ্জ কন্ঠ ডেক্স,২৯মেঃচোখের সামনে যখন ভেঙে যাচ্ছে বাঁধ। তখন ঢাল-তলোয়ার ছাড়াই সেটি রক্ষায় নেমে পড়েন একজন মনিলা রানী। প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রাণপন লড়াই করেছেন মনিলা ও তার সহযোগীরা। যদিও শেষ রক্ষা হয়নি। ভেঙে গেছে বাঁধ ভেসে গেছে ঘের ডুবেছে ফসলি জমি।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব উপকূলে। জোয়ারের পানিতে ভাঙছে বাঁধ পানিতে সয়লাব লোকালয়।সাতক্ষীরার শ্যামনগর-আশাশুনি থেকে আতঙ্কে যখন ঘর-বাড়ি ছাড়ছেন অনেকে। তখন বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন মলিনা রানী রপ্তান। সাথে যোগ দেন আরও কয়েকজন নারী।
তবে শেষ রক্ষা হয়নি। জোয়ারের পানির ঢলে ভেসে যায় বাঁধ। এতে তলিয়ে যায় ফসলি জমি ও মাছের ঘের। অসহায় এসব মানুষের একটাই চাওয়া তাদের জানমাল রক্ষায় টেকসই বাঁধ হোক উপকূলে।
সাতক্ষীরায় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬৫ টি ঘরবাড়ি। এরমধ্যে একেবারে ভেসে গেছে ৩৩টি বাড়ি।