রামগঞ্জ কন্ঠ ডেক্স,২৮মেঃবিপুল ভোটে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বাশার আল-আসাদ।
চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
নির্বাচনের জয়ী হওয়ার পর তিনি ঘোষণা দিয়ে বলেছেন, আগামীকাল থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষে আশা বেড়ে যায়।
বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে।
প্রেসিডেন্ট আসাদ পুনর্নির্বাচিত হওয়ায় রাজধানী দামেস্কসহ সারাদেশে রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেছে দেশটির জনগণ। নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু এই আনন্দে অংশগ্রহণ করে