রামগঞ্জ কন্ঠ ডেক্স,২৭মেঃ হোমনা উপজেলার জগন্নাতকান্দি গ্রামে বজ্রপাতে নিহত আলমগীর (৩৮) টিটু চন্দ্র দাসের (১৫) পরিবারকে উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতদের দুই পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে নিহতদের অভিভাবকদের হাতে এ টাকা তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহাম্মদ জাকির ও মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়াসহ স্থানীয় লোকজ উপস্থিত ছিলেন। প্রকাশ, গত ২৪ মে দিবাগত রাতে উপজেলার কাঁঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে তার বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাদের সহযোগি নিহত টিটু দাসের বাবা অমূল্য দাস ও আশ্বিনী দাসের ছেলে অমূল্য দাস বজ্রপাতে আহত। গরুতর আহত অমূল্য দাস বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।