নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ২৪ মেঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির দেহলা গ্রামে আমির হোসেন ডিপজলের মেসার্স মদিনা ব্রিক্স ফিল্ডে রবিবার বিকেল ৫টায় শ্রমিকরা কাজ করা অবস্থায় ঝুঁকিপূর্ণ চুল্লির দেয়াল ধসে মোঃ বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন (২০) নামের আপন দুই ভাই ঘটনাস্থলে এবং রাকিব হোসেন নামে আরেক শ্রমিককে মারাত্মক আহতবস্থায় লক্ষ্মীপুর সদর হসপিটালে নিলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে রামগঞ্জ সরকারি হসপিটালে ভর্তি আছেন আরো ০৮ জন।
এদিকে এ ঘটনার পর উক্ত ইটভাটায় কাজ করা শ্রমিকগন অনেক ক্ষোভের সাথে বলেন, এ দুর্ঘটনার জন্য ব্রিকফিল্ড মালিক আমির হোসেন ডিপজল সম্পূর্ণ দায়ী।
হাবিবুর মাঝিসহ অন্যান শ্রমিকরা জানান, গত বছর একবার এ ধরনের দূর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হলে আমরা মালিককে বার বার বলার পরও তিনি উক্ত চুল্লির দেয়াল সংস্কার করেরনি। সংস্কার করার কথা বললে ইটভাটার মালিক আমির হোসেন ডিপজল আমাদের ধমক দিয়ে বলতেন, এখনো তো কেউ মারা যায়নি। মারা গেলে না হয় ক্ষতিপূরন দিয়ে দিবো।
আজ এ দূর্ঘটনার দায়ভার কে নিবে। ক্ষতিপূরণ দিলে কি আর আমরা আমাদের হারানো ভাইদের পিরে পাবো। আমরা ক্ষতিপূরণ চাইনা। আমির হোসেন ডিপজল খুনি। আমরা এর বিচার ছাই।
এসময় তারা আরো জানান, এ ব্রিকফিল্ডটি খুবই ঝুঁকিপূর্ণ। চুল্লির প্রতিটি দেয়াল অনেক পুরাতন। এমনকি ইটের বয়লারটিতেও কয়েকটি বিশাল বিশাল ফাটল ধরায় যেকোন সময় ভেংগে আরো ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে।
এসময় তারা দ্রুত এ ইটভাটাটি বন্ধের দাবী জানান এবং তারা এখানে আর কাজ করবেননা বলেন জানান।
এদিকে ঘটনার পরপরই ইটভাটার মালিক আমির হোসেন ডিপজল ঘা ঢাকা দেন। তাই তার কোন বক্তব্য নেওয়া যায়নি।
পড়ুনঃ রামগঞ্জে মদিনা ব্রীকফিল্ডের চুল্লির দেয়াল ধসে নিহত ৩, গুরুতর আহত ০৮