মোঃ তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ২৩ মেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির দেহলা গ্রামে আমির হোসেন ডিপজলের মেসার্স মদিনা ব্রিক্স ফিল্ডে আজ রবিবার বিকেল ৫টায় শ্রমিকরা কাজ করা অবস্থায় ঝুঁকিপূর্ণ চুল্লির দেয়াল ধসে মোঃ বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন (২০) নামের আপন দুই ভাই ঘটনাস্থলে এবং রাকিব হোসেন নামে আরেক শ্রমিককে মারাত্মক আহতবস্থায় লক্ষ্মীপুর সদর হসপিটালে নিলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় গুরুতর আহত হয়ে রামগঞ্জ সরকারি হসপিটালে ভর্তি আছেন, মোঃ নুরুল ইসলাম (৩২), মোঃ ফিরোজ (২১), কালু (২৫), মোঃ লোকমান (২৮), মোঃ কামরুল, মোঃ ফিরোজ হোসেন, আরমান হোসেন ও হেলাল হোসেনসহ মোট ০৮ শ্রমিক।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত দুই ভাই জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে।
খবর পেয়ে সাথে সাথে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আহত হেলাল ও কামরুলসহ প্রানে বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনকার মতো তারা ফিল্ডের চুল্লিতে কাঁচা ইট বসাচ্ছিলেন। হটাৎ করেই চুল্লির উত্তর পাশের দেয়ালটি ধসে শ্রমিকদের উপর পড়ে। এসময় অন্য শ্রমিকরা আমরাসহ দেয়ালের নিচ থেকে চাপা পড়া কর্মরত অন্যান্য শ্রমিকদের বের করতে পারলেও বেলাল ও ফারুককে বের করতে না পারায় তারা ইটের নিচে চাঁপা পড়েই ঘটনাস্থলে মারা গেছেন।
হাবিবুর মাঝিসহ উক্ত ইটভাটায় কাজ করা কয়েকজন শ্রমিক জানান, গত বছর একবার এ ধরনের দূর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হলে আমরা মালিককে বার বার বলার পরও তিনি উক্ত চুল্লির দেয়াল সংস্কার করেরনি। সংস্কার করার কথা বললে ইটভাটার মালিক আমির হোসেন ডিপজল আমাদের ধমক দিয়ে বলতেন, এখনো তো কেউ মারা যায়নি। মারা গেলে না হয় ক্ষতিপূরন দিয়ে দিবো।
এদিকে ঘটনার পরপরই মালিক আমির হোসেন ডিপজল ঘা ঢাকা দেন।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। এসময় বিচারের দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলন করতে দেখা গেলে উপযুক্ত বিচারের আশ্বাস প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
রামগঞ্জ ফায়ার ষ্টেশন লিডার আবদুর রশিদ জানান, আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক ধারনা করছি ধসে যাওয়া দেয়ালটি ছিলো খুবই ঝুঁকিপূর্ণ। অনেক পুরাতন হওয়ায় দেয়ালটি কর্মরত শ্রমিকদের উপর ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ইটের বয়লারটিও কয়েকটি ফাটল ধরায় যেকোন সময় ভেংগে আরো ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।