রামগঞ্জ কন্ঠ, ২৩ মেঃ রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার ছয় নম্বর আসামি মনির হোসেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
রোববার সকালে পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই মো. মাহবুব সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত পৌনে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান মনির। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ১৬ মে বিকালে পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে শাহীন উদ্দিনকে (৩৪) কয়েকজন কুপিয়ে হত্যা করে। হত্যার সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে মনির হোসেনকে শাহীনের ঘাড়ের দিকে কোপাতে দেখা গেছে।