রামগঞ্জ কন্ঠ ডেক্স,২৩মেঃ বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনার ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৭৬৬ জন।
আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৬৫৩ জন।
রোববার সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ১১ হাজার ৩৪ জন মারা গেছেন।
একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৪ জন।
আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৯২২ জন।