নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,২০মেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৯নং ভোলাকোট ইউনিয়নের টিওরী গ্রামের বিভিন্ন জায়গায় মধ্য টিওরী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে তিন হাজার বিদেশী খেজুরের বীজ রোপন করা হয়। আগে পরীক্ষামূলকভাবে আটটি বীজ রোপন করা হয়।পরীক্ষামূলক সফলতার পরিপ্রেক্ষিতে পরের বীজ গুলো মধ্য টিওরী যুবকল্যাণ পরিষদের সদস্যদের তত্বাবধানে রোপন কার্যক্রম সফল করা হয়। এই সময় রোপন কার্যক্রমে কর্মসূচীতে অংশগ্রহন করেন মধ্য টিওরী যুবকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক- মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক- মিজানুর রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক তুহিন আহম্মেদ,দপ্তর সম্পাদক সিহাব হোসেন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি ও মজিদ হোসেন সহ সংগঠনের আরো অনেক সদস্যবর্গ। এই গাছ গুলোই এক সময় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন ও ফলজ চাহিদা পূরনে ব্যাপক ভূমিকা পালন করবে।তাছাড়া গ্রামের জনগনকে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে অবহিত এবং তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের সবার একান্ত দায়িত্ব ও কর্তব্য।