নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ১৯ মেঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, হেনস্তা ও গ্রেপ্তার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এঘটনার সাথে জড়িতদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিও জানিয়েছেন রামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুর ২টায় রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ন- সাধারন সম্পাদক আমির হোসেন আমু, রামগঞ্জ বার্তার সহ-সম্পাদক ও পৌর কৃষকলীগ সভাপতি আবুল ফয়েজ রানা, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মুসলিম সুইটস্ এর সত্ত্বাধিকারী মোঃ সুমন আটিয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম কবির।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম খান লিটন, নির্বাহী সদস্য রহমত উল্যাহ পাটওয়ারী, জাকির হোসেন সুমন, ইকবাল খন্দকার শান্ত, সদস্য ওমর ফারুক পাটোয়ারী, আউয়াল হোসেন, মোঃ রাজন পাটোয়ারী, মোঃ পারভেজ, আবদুর রহমান, মোঃ রাজু হোসেন, মোঃ ছায়েদ হোসেন প্রমুখ।
এসময় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ এখন লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে।
সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নকাজকে বাঁধাগ্রস্ত করতে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।
একজন সিনিয়র ও অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন এবং পরিকল্পিতভাবে তাকে সচিবালয়ের একটি কক্ষে আটকে রেখে চরমভাবে হেনস্তা করা হয়েছে। এমনকি রোজিনা ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির মিথ্যা মামলা সাজানো হয়েছে। এসময় নেতৃবৃন্দ প্রশ্ন রেখে বলেন, কথিত ওই নথিতে এমন কি গোপন তথ্য ছিল যা প্রকাশ হলে হয়তো অনেক দুর্নীতিবাজ কর্মকর্তার মুখোশ উন্মোচন হতো?
সচিবালয়ে যারা আমাদের সহকর্মীর ওপর নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এবং রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান রামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবন্দ।
এসময় তারা আরো বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে অতি দ্রুত মুক্তি দেওয়া না হলে আমরা রাজপথে নামবো এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবে।