রামগঞ্জ কন্ঠ ডেক্স,১৭মেঃ ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে চলমান রক্তপাত বন্ধে যুক্তরাষ্ট্রের শক্ত ভূমিকা চেয়েছে বাংলাদেশ।
সোমবার (১৭ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারে সাক্ষাতে এ প্রত্যাশার কথা জানানো হয়েছে। এসময় ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে গভীর উদ্বেগের কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দ্রুত সময়ে ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।
প্রতিমন্ত্রী বিষয়টি মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়া দুই দেশের সমস্যা সমাধানে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।