রামগঞ্জ কন্ঠ ডেক্সঃ দেশে করোনাভাইরাসে প্রথমবারের মতো একদিনে সবচেয়ে বেশি ১০২ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই রোগে মৃতের সংখ্যা ১০ হাজার ৩৮৫ জনে পৌঁছাল। এই নিয়ে পর পর তিন দিন মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদেরকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন হলো।