নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১৫মেঃ দুই চাচার মধ্যকার বিরোধ থামাতে গিয়ে পিটুনিতে নূর মোহাম্মদ নামে এক যুবক নিহত হয়েছে। নিহত নূর মোহাম্মদ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার আব্দুল খালেকের ছেলে। নিহতের বড় ভাই ইসমাঈল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে ওই এলাকার চকবাজারে এ মারামারির এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের ভাই ইসমাইল হোসেন জানায়, ঘটনার সময় নূর মোহাম্মদের দুই চাচা আব্দুল মালেক এবং সফিকুল ইসলাম এর মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষকে মানাতে গেলে তাদের বেদড়ক পিটুনিতে নূর গুরুতরভাবে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে নূর মোহাম্মদ মারা যায়।
সদর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, আশঙ্কাজনকবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হলেও তারা সদর হাসপাতালেই চিকিৎসা করাতে আগ্রহী ছিলেন। সাধ্যমতো চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানালেন হাসপাতালের এই কর্মকর্তা। এদিকে অভিযুক্ত কারো কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এঘটনায় ৭ জনকে আসামী করে নিহতের বড় ভাই সদর মডেল থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন ওসি।