নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১১মেঃ রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন রাজু ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার দুপুরে সোনাপুর ওয়ার্ড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন রাজু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরোনা কালীন প্রধানমন্ত্রীর নানা কর্মসুচি,আ‘লীগ ও সহযোগী সংগঠনগুলোর ত্রান,রমজানে ইফতার ও ঈদকে সামনে রেখে ঈদ সামগ্রী বিতরনের সচিত্র তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী। পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ফয়সাল পাটোয়ারী, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আলী মুর্তজা বাবু, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত প্রমুখ।