নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,১১মেঃলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নে সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন এর আলো প্রতিযোগিতা ২০২১ আয়োজন করেন।চ
কাঞ্চনপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ খোরশেদ আলম সুমন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ এর সঞ্চালনায়
রোববার, (৯ মে) সকাল ১০ টায় কাঞ্চনপুর চৌধুরী বাজার সংলগ্ন মাঠে কোরআনের আলো প্রতিযোগিতা ২১ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা একেএম জাকির হোসেন মোল্লা, নিচহরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান। এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ আলী হোসাইন, মোঃ রাশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবু, কোষাধক্ষ্য জসীমউদ্দীন খান সরকারি কোষাধক্ষ্য মোঃ শামীম সহ অন্যান্য সদস্য বৃন্দ।
পবিত্র মাহে রমজানে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৯৬ জন অংশ নেন, এরপর সেমিফাইনাল রাউন্ডে উঠেন ৩৬ জন, সব শেষে ফাইনাল রাউন্ডে উঠেন ১৮ জন। এই ১৮ জনের মধ্যে প্রধান বিচারক হা. মাওলানা নুরুদ্দিন সেরা ১০ জন কোরআন তেলাওয়াত প্রতিযোগির নাম ঘোষণা করা হয়।