নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৬মেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ও লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে আজ (৬ মে) বৃহস্পতিবার, উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
বিতরন কার্যক্রম উদ্বোধন করেন, ড.আনোয়ার খান এমপি মহোদয়ের ছোট ভাই খোরশেদ খান ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ ও এমপির প্রতিনিধি রিয়াজুল হায়দার বাপ্পি ও যুবলীগ নেতা সৈকত, মোজাম্মেল, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল মাল, অপু মাল রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ -ছাত্রলীগ-যুবলীগ- শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনেরর নেত্বতৃবৃন্দ।
এই সময় ড.আনোয়ার খান উপস্থিত জনতার সাথে টেলিফোনে কথায় বলেন।