নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরন করা হয়, যে উপহার পেয়েছে ভাদুর ইউনিয়নের প্রথম ধাপে প্রায় পাঁচশত পরিবার। প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে নগদ পাঁচ শত টাকা করে।
লক্ষ্মীপুরের জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ বিকেল ৩ টায় ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া পারভিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, রামগঞ্জ দূর্যোগ ব্যাবস্থাপনা অফিসের জুয়েল রানা।
রামগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে অনেক খুশি
এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন জহিরুল ইসলাম খোকন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মহিন উদ্দিন সুজন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সহ যোদ্ধা মামুনূর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফ,ভাদূর ইউনিয়নের সকল ইউপি সদস্য গন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা৷
অনুষ্ঠানে শুরুতে জনাব জাহিদ হোসেন ভূইয়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এর পর তার সংক্ষিপ্ত বক্তিতায় তিনি বলেন প্রধান মন্ত্রী আজ ছোট্র পরিসরে হলেও এই করোনা কালিন সময়ে আপনাদের পাশে দাড়িয়েছে, আপনার সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করবেন।
প্রধান মন্ত্রীর এই ঈদ উপহার পেয়ে সাধারন জনগনের মধ্য একটি উচ্ছাস ও আবেগ কাজ করতে দেখা গেছে। যে কারনে প্রাপ্ত টাকার খাম উচিয়ে সবাইকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে এবং সকলে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।