নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৯মেঃ ঈদ উদযাপনের জন্য বাংলার সবুজ সৃষ্টির বন্ধু কৃষকদের কে নতুন কাপড় উপহার দিয়েছে জাতীয় পরিবেশবাদী সংগঠন ‘‘সবুজ বাংলাদেশ’’। সংগঠনটির ৫ম বছরে পদার্পণের ধারাবাহিক নানা আয়োজনের মধ্যে বুধবার (৫মে) লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে ঈদ উপহার হিসেবে ৩০ জন কৃষক বন্ধুকে লুঙ্গি উপহার দেয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন,সহ-সভাপতি একেএম মাহবুবুর রশীদ চৌধুরী এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু। এ আয়োজনের ধারাবাহিকতায় আরো কিছু কৃষককে ঈদ উপহার দেয়া হবে বলে অনুষ্ঠান থেকে জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন,সামাজিক ও মানবিক দিক থেকে সবুজ বাংলাদেশ একটি ব্যতিক্রম সংগঠন। এই সংগঠন পরিবেশ উন্নয়ন ও কৃষি ক্ষেত্রে ব্যাপক কাজ করছে। কৃষকদের মাঝে ঈদ উপহার বিতরণ আরো একটি নতুনত্ব। এজন্য আমি আমি সংগঠনের পরিচালনা পর্ষদের সবাইকে অভিনন্দন জানাই।
সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন,জাতীয় পরিবেশবাদী সংগঠন হিসেবে আমরা ইতিমধ্যে করোনা লাশ দাফন, বৃক্ষরোপণ, কৃষকদের সেবাসহ নানা রকম কার্যক্রমের কারণে সবুজ বাংলাদেশ মানুষের ভালোবাসা পাচ্ছে। তিনি সংগঠনটির ৫ম বছরে পদার্পণে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিবেশ সম্পাদক জাকির হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ সভাপতি শাহ আল মাজেদ, লক্ষ্মীপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাদিফ, লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য রবিন সহ প্রমূখ।