আবদুর রহমান,রামগঞ্জ কন্ঠঃপবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ০৫ ই মে বুধবার আথাকরা নিবাসী কেথূড়ী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সুলতান আহমেদের লন্ডন প্রবাসী ছেলে মোহাম্মদ মঞ্জুরুল আহসান এর উদ্যোগে এবং ছোট ছেলে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় “উম্মাহ আপিল” এর ফিড দ্যা ফাস্টিং প্রজেক্ট ২০২১” এর আওতায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ০৯ নং ভোলাকোট ইউনিয়নের ০৬,০৭ এবং ০৮ নং ওয়ার্ডের দেহলা, আথাকরা, দেবনগর, শ্রীধরপুর, চন্ডী নগর, হোসেনপুর, শ্রী নারায়ন পুর এলাকার ১১০ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ( চাল,ডাল,ছোলা বুট,আলু, পিঁয়াজ, তেল, চিনি, সাবান, সেমাই ) বিতরণ করা হয়।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে গরীব অসহায় মানুষদের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক সাহায্যের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যের পূর্ব ইস্ট লন্ডনে যাত্রা শুরু করে।
সংগঠনটি বিভিন্ন এতিমখানা, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, গৃহহীনদের ঘর করে দেওয়াসহ নানান সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছেন, এবং প্রতি বছর সংগঠনটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনসেবা মূলক কার্যক্রমের পরিধি প্রসারিত করে আসছে।
এসময় তারা মাওলানা সুলতান আহমেদের পরিবারের এবং উম্মাহ আপিল এর সাথে জড়িত সকল ভাই বোনের উত্তরোত্তর সুস্বাস্থ্য কামনা করেন।