নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,৪মেঃকরোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী ও পার্বতীনগর ইউনিয়নের ৫০০ জন করে সর্বমোট ১৫০০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ৫০০/- টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য পর্যায়ক্রমে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন সকল ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী’র এ উপহার বিতরণ করা হবে।