রামগঞ্জ কন্ঠ ডেক্স,২রা মেঃ ভারতের পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গণনা চলা কেন্দ্রগুলোর প্রাপ্ত ফল বলছে ২৯৪ আসনের রাজ্যটিতে ২০৬ টিতে জয়ের হাতছানি জোড়া ফুলের সামনে।
মোদির বিজেপি এগিয়ে ৮৩ আসনে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রামে। মমতার চেয়ে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু। সরকার গঠনে পশ্চিমবঙ্গে দরকার ১৪৮ আসন।
আসামে কংগ্রেসকে পেছনে ফেলে ৮১ আসনে জয়ের পথে বিজেপি। ১২৬ আসনের রাজ্যটিতে সরকার গঠনে লাগবে ৬৪ আসন। আর ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১৩৫ আসনে জয়ের পথে ডিএমকে।
বাম এলডিএফ জয়ের পথে কেরালায় আর পুদুচেরিতে এগিয়ে বিজেপির এনআরসি জোট।