মোঃ মাইনউদ্দিন, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ০১ মেঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার উত্তরে এবং রেজিস্ট্রি অফিস সংলগ্ন ব্যাস্ততম সড়কের পাশে মায়া টেলিকমের সত্ত্বাধিকারী বিজয় নন্দির মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্য রাতের কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
এসময় চোর চক্র, দোকানের সাটারের দুইটি তালা ভেংগে নগদ টাকা, ৪টি ট্যাব ও দুইটি মোবাইল নিয়ে গেছে। এ নিয়ে মোট দুই বার উক্ত দোকানে চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন মায়া টেলিকমের সত্ত্বাধিকারী বিজয় নন্দি।
বিল্লাল, রহমান, মানিকসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়কটি থানার পাশে এবং ব্যস্ততম সড়ক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশেই নাইড গার্ড থাকে সবসময়। তারপরেও চোর কিভাবে সাহস করে দোকানের তালা ভেংগে চুরি করে। নাইট গার্ড কি করেছিলো।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি এবং এ বিষয়ে আমার জানা নেই।