রামগঞ্জ কন্ঠ ডেক্স,১লা মেঃ লকডাউনের পর ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করা হচ্ছে। শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।এসময় শ্রমিকদের বিক্ষোভ না করে ধৈর্য ধরার আহবানও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকার ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিংমলে কাজ করেন তাদের কথা চিন্তা করে এরইমধ্যে লকডাউন শিথিল করেছে।
এ ছাড়া ঈদের আগেই কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতিও অনুরোধ জানান মন্ত্রী।