নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ৩০ এপ্রিলঃ লক্ষীপুরের রামগঞ্জ পৌর শিশু পার্কে সংশপ্তক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রচেষ্ঠা পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের ও বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে সংশপ্তক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা স্বপন আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এই ইফতার বিতরণী অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,ক,ম, রুহুল আমিন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাউছার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, সদস্য রাজু হোসেন ও প্রচেষ্ঠা পাঠশালার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সংশপ্তক অ্যাসোসিয়েশন শারীরিক ও মানসিক এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা একটি সামাজিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
সাধারণত গরীব, অসহায় ও বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। যারা নিজেদের আর্থিক সমস্যার কারণে পড়ালেখা থেকে পিছিয়ে রয়েছে, তাদের সম্পূর্ণ ফ্রিতে এখানে পড়ানোর পাশাপাশি কাগজ, কলম, জামা-কাপড় ও মাঝেমধ্যে খাবার সামগ্রীও বিতরণ করেন। তারই ধারাবাহিকতা আজ এই ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।