নিজস্ব প্রতিনিধি,রামগঞ্জ কন্ঠ,২৮ এপ্রিলঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পৌর ছাত্র-শিবিরের সভাপতি তামজিদ হোসাইন (২৫) ও চর আলেকজান্ডার ইউপি ছাত্র-শিবিরের সাধারণ সম্পাদক মো. সাকিব (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আলেকজান্ডার বাজার থেকে মো. সাকিবকে এবং গতরাতে আলিয়া মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে তামজিদ হোসাইন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিবিরকর্মী উপজেলার চর আফজল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও মো. সাকিব উপজেলার সুজনগ্রাম এলাকার আবদুল ছোবাহানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, জিহাদী জঙ্গী ভাবধারার বই বিতরণ এবং সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করা ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জিহাদী জঙ্গী ভাবধারার ২০টি বই এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।