রামগঞ্জ কন্ঠ ডেক্স,২৮এপ্রিলঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা বাসস্ট্যান্ডে আগুন লেগে কয়েকটি দোকানসহ ১০টি বাস পুড়ে গেছে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দুরায় বাসস্ট্যান্ডে পাশ্ববর্তী মুরসালিনের তেলের দোকানে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
পড়ে বাসস্ট্যান্ডে থাকা এন-মল্লিক পরিবহনের ১০টি বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা ধরে আগুন নেভাতে চেষ্টা চালায়।
এরপর থেকে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে ওই এলাকায় একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়।