নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫শে মার্চের কালোরাত্রি ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিসভা রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন, উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, থানার উপ পরিদর্শক মোঃ অলিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আল ইমরান, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সভায়, ২৫শে মার্চ কালরাত্রি এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।