নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ রামগঞ্জে ৯নং ভোলাকোট ইউনিয়নের দেহলা কৃষিমাঠে আজ বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করা অবস্থায় ৫টি অবৈধ ট্রলি আটক করেন।
জানা যায়, বিগত ১ মাস থেকে ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা দেহলা ও সমেষপুর মাঠে সরকারী বিধি অমান্য করে কৃষিজমিতে ১০ থেকে ১৫ টি পুকুর খনন করে আসছে।
খননকৃত পুকুরের মাটি অবৈধ ট্রলি দিয়ে ইটভাটায় নিয়ে যায়। এতে রাস্তাসহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ ফারুক হোসেন, রহমত ও মকবুল হোসেনসহ ১০জন লিখিত ও মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা ৫টি অবৈধ ট্রলি আটক করে । এ সময় ট্রলি ড্রাইভার ও মালিক পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ট্রলি আটক করা হয়েছে। ট্রলির মালিক ও ড্রাইভার পালিয়ে যায়। আটককৃত ট্রলির বিষয় পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।