রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা যুগি বাড়িতে বৃহস্পতিবার দুপুরে মৎস্য চাষকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গ্রাম পুলিশসহ ৪ জন আহত হয়েছে । আহতরা হলেন গ্রামপুলিশ আনা মিয়া (৬৫), শফিউর হাছান
(২২), ফরিদ আহম্মদ (৩৩), মনির হোসেন (৫৫) ।
এ ব্যাপারে গ্রামপুলিশ আনা মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন রাজিব মৎস্য চাষের জন্য মনির হোসেন গংদের নিকট থেকে পাঁচ বছরের জন্য
পুকুর ও প্রজেক্ট ইজারা নেন। রাজিব ব্যবসায়িক সুবাধে ঢাকা থাকায় সেগুলো দেখাশুনার দায়িত্ব দেন স্থানীয় ফরিদ আহম্মেদকে। ফরিদ প্রজেক্টের মাছের খাবার ঔষধ মাছ ধরা মাছ বিক্রি করা সহ সকল ধরনের দায়িত্ব পালন করতেন।
এতে ফরিদ আহমেদ বিভিন্ন সময়ে প্রজেক্টে মাছের খাবার দিতে ও মাছ ধরতে গেলে মনির হোসেন ও তার দুই
ছেলে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করতো। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে মনির হোসেন ও তার ছেলেরা প্রজেক্টে যাওয়া আসার পথে কাটা দিয়ে বেড়া দেয়। এতে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় ফরিদেও পিতা গ্রামপুলিশ ও তার ভাই এগিয়ে আসলে তাদেরকে মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।
মামলার বাদী আনা মিয়া ও ফরিদ আহমেদ বলেন, মনির হোসেন ও তার ছেলেরা সব সময় মাছ নিয়ে যায়, তাদেরকে কিছু বললে উত্তেজিত হয়ে মারধর করতে আসে। প্রজেক্ট দেখা শুনা করতে আসা, যাওয়ার পথে তারা বেড়া দিয়ে দেয়।
অভিযুক্ত মনির হোসেন বলেন, প্রজেক্ট লিজ নিয়ে ইসমাইল হোসেন রাজিবের সাথে আমাদের কোনো দ্বন্ধ
নেই। কিন্তু ফরিদ প্রজেক্ট দেখাশুনা করার নামে আমার বড়ির নারিকেল সুপারিসহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় । এতে নিষেধ করলে সে উত্তেজিত হয়ে আমার ও আমার ছেলেদের উপর হামলা করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এই বিষয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা
হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।