রামগঞ্জ কন্ঠ নিউজঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের সোনাপুর বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) বীজের প্যাকেটে ঠিকানা মুল্য, মেয়াদের তারিখ উল্লেখ না থাকায়
নুরু বীজ ভান্ডার ও বাবুল বীজ ভান্ডারকে এ অর্থ জরিমানা করা হয়।
এসময় মোবাইলকোর্ট পরিচালনা করেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।