রামগঞ্জ কন্ঠঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোহাম্মদ হোসেন নামের এক দিনমজুরের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ভাদুর ইউপির সিরুন্দী মিজি বাড়িতে রবিবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সিরুন্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে রামগঞ্জ মাইসা ষ্টোরের কর্মচারি মোহাম্মদ হোসেন তার বসতঘরে তালা মেরে পরিবারের সকল সদস্যদের নিয়ে বেড়াতে যায়।
রবিবার রাতে তালাবদ্ধ ঘরে হঠাৎ আগুন লেগে অল্প সময়ের মধ্যে পুরো বসতঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়এলাকাবাসী ও ভুক্তভোগী মোহাম্মদ হোসেন এ ঘটনাটি ষড়যন্ত্র দাবী করে বলেন, গত ৫ দিন আগেও তার বসতঘর সংলগ্ন টয়লেটটিতে রাতে আধাঁরে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিছু মাদকসেবী ও জুয়াড়ি প্রায় সময় রাতের বেলায় ঘরের পাশ্ববর্তী নির্জন স্থানে আড্ডায় বসতো। এসব মাদকসেবীরা তাদের প্রতিবন্ধকতা মনে করে এ বসতঘরে আগুন দিয়েছেন বলে তারা মনে করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।