মোঃ তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ বিএনপিকে উদ্দেশ্য করে লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনে সাংসদ ড. আনোয়ার হোসেন খান এমপি
বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না।
বিএনপি রাজনীতি করবে, জাতীয় পার্টি রাজনীতি করবে, কমিউনিস্ট করবে, এটা তাদের অধিকার আছে। কিন্তু আমার কর্মী নষ্ট করবেন, আমার নেতাকর্মীর গায়ে হাত দিবেন, আমার এলাকার কোন মানুষকে আপনি আহত করবেন, আর আমি এমপি হয়ে বসে থাকবো, এটা হবেনা।
বিএনপি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৪২তম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এসব কথা বলেন।
এসময় ড. আনোয়ার হোসেন খান আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের নিরলস প্রচেষ্টায় দেশের সর্বত্র আমরা উন্নয়নের ছোয়া দেখতে পাচ্ছি। আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই উপশাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, থানার ওসি মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান, শ্যামছুল ইসলাম বুলবুল, মোঃ জাবেদ হোসেন, সোহেল পাটোয়ারী, পৌর কাউন্সিলর রাশেদুল হাসান, মেহেদী হাসান শুভ প্রমুখ।
এসময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।